জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।সোমবার ( ১৩ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে যারা রেজিষ্ট্রেশন করছে তাদেরকে নিয়ে সমাবর্তন হবে। নতুন করে রেজিষ্ট্রেশন করা যাবে না। এছাড়া অতিথি হিসেবে কারা থাকবে সেটা পরে জানানো হবে।
সমাবর্তনে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারে দ্বাদশ সমাবর্তনে ২০১৬ ও ২০১৭ সালে স্নাতক/স্নাতক (সম্মান), ২০১৭ ও ২০১৮ সালে স্নাতকোত্তর, ২০১৭ ও ২০১৮ সালে এমবিবিএস, বিডিএস, ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
তবে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা যেকোন একটির জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়েছেন। প্রত্যেক আবেদনকারীদের অনলাইনে পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।
উল্লেখ্য,২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাবির দ্বাদশ সমাবর্তন। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করে ওই বছরের ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ। গত বছরের ৫ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ নভেম্বরে রাবির দ্বাদশ সমাবর্তন নতুন তারিখ ঘোষণা করলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা স্থগিত থাকে।
এমআই