এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম মৃত্যু বার্তা বহন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে জনগনের অতন্ত্র প্রহরী মোরেলগঞ্জের ১৪২ গ্রাম পুলিশ পেলেন প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উদ্যোগে ১৪২ গ্রামপুলিশকে বাইসাইকেল আনুষ্ঠানিক বিতরণের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মাকসুদা আক্তার মুক্তা, কাউন্সিলর মো. নান্না শেখ, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, সাংবাদিক গনেশ পাল, এম.পলাশ শরীফ, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এর পূর্বে সকালে উপজেলা প্রশাসন করোনা সচেতনতায় নব্বইরশি বাসষ্ট্যান্ড, সোলমবাড়িয়া-বাসষ্ট্যান্ড , কাপুরিয়া পট্টিসহ শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতায় মাইকিং করে প্রচারণাসহ মাস্ক বিতরণ করেন।
সময় জার্নাল/এমআই