রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান কে আটক করেছে রাজীবপুর থানার পুলিশ।
সোমবার সন্ধ্যা রাতে উপজেলার বটতলা থেকে তাদেরকে আটক করা হয়। ২০২৪ সালের ৭অক্টোবর স্থানীয় বিএনপি সমর্থকের করা একটি চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটকৃত দুইজনকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির ঘটনায় বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে ২০২৪ সালের ৭ অক্টোবর রাজীবপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাত আসামী করা হয় আরও ৩০ থেকে ৪০ জনকে।
এঘটনায় রাজীবপুর উপজেলা আ'লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এমআই