নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। এ ব্যাপারে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৮ জুন) নগরীর মতিহার থানার এক পুলিশ কর্মকর্তা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
ডায়েররিতে রেজিস্ট্রার উল্লেখ করেন, রাবির রুটিন উপাচার্য ও উপ- উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও তার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি অবহিত করে আইনানুগ ব্যবস্থা ও মতিহার থানায় সাধারণ ডায়েরি করতে তিনি আমাকে অনুরোধ করেছেন। বিষয়টি আমলে নিয়ে সাধারণ ডায়েরি হিসাবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, রুটিন উপাচার্য আমার কাছে লিখিতভাবে তার পুরো পরিবার নিরাপত্তাহীনতা বিষয়টি জানিয়েছেন। তিনি থানায় জিডি করার জন্য অনুরোধ করেছেন। তার প্রেক্ষাপটেই আমি মতিহার থানায় সাধারণ ডায়েরি দায়ের করি।
সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সময় জার্নাল/এমআই