চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা ও উপহার সামগ্রী পৌঁছে দেয়ায় ৫০ সংগঠককে সংবর্ধনা দিয়েছে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘ।
শুক্রবার বিকেলে ধোড়করা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের চিওড়া ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আল আমিন রাসেল।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল হক ভুঁইয়া, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদ উল্যাহ, সাধারন সম্পাদক বেলাল হোসাইন, ব্যাংকার আরিফুল আলম মজুমদার, শিক্ষক আবু হানিফ, সমাজসেবক জহির খান। সংগঠনের সমন্বয়ক হোসাইন আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ সংঘের চিওড়া ইউনিটের সদস্য কাজী রাশেদ, গাজী মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি ও সংগঠকদের ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানায় আনন্দ সংঘ। ব্যাতিক্রমী এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
এমআই