মো: মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে আজ রবিবার (১৯ জানুয়ারি) বাদ জোহর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জিয়া পরিবার। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণ, মিন্টু রোডের বাড়ি থেকে বের করে দেওয়া, তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা না করাসহ নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে। গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির ধারাবাহিক আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলে নতুন করে বাংলাদেশ পথ চলতে শুরু করে।
উপাচার্য বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে দেশকে পুনর্গঠনে আত্মনিয়োগ করেছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে তাঁর ছুটে চলার কথা মানুষের হৃদয়ে গেঁথে আছে। তিনি আমাদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, মহান এই নেতার ৮৯তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান এর নেতৃত্বে তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের পথ চলতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারব। বাংলাদেশকে ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারলেই তাঁর স্বপ্ন বাস্তবায়িত হবে।
দোয়া অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন প্রশাসন শাখা প্রধান আবদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই