ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ী প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং বিশেষ দোয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, সদর ইউনিয়ন শাখার সদস্য সচিব মোকসেদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মিথুন সেন, সাধারণ সম্পাদক শাহিন আলম পেয়ারা, উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম মাস্টার এবং সদর ইউনিয়নের ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা। তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।”
আলোচনা শেষে দেশ, জাতি এবং জিয়া পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. মুনছেফ আলী।
উপস্থিত জনগণ ও নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
এমআই