নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালের বিডিআরের তথাকথিত বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামি জামিন পেয়েছেন।
আজ রোববার (১৯ জানুয়ারি) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়ে পরে সাংবাদিকদের জানান, কৌঁসুলি সরকার নূর এরশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২৭৮ জনকে খালাস দিয়েছিলেন বিচারিক আদালত। এর মধ্যে ৬৯ জনের খালাসের রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২০ জনের খালাসের রায় বাতিল হয়। এই হিসাব অনুযায়ী, বিচারিক ও উচ্চ আদালত থেকে হত্যা মামলায় খালাস পাওয়া আসামির সংখ্যা ২৫০ জনের বেশি। যাঁরা উভয় আদালত থেকে খালাস পান, তাঁদের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।
পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। পতিত আওয়ামী লীগের শাসনামলে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ করেছেন পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। কথিত বিদ্রোহের নামে বিডিআরের জওয়ানদেরও মিথ্যা অভিযোগে সাজা প্রদান করা হয় বলে তাঁদের স্বজনরা জানিয়েছেন। বাংলাদেশের মেধাবি সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা ও বিডিআরের মতো একটি পেশাদার বাহিনীকে ধবংস করে দেওয়ার এই নীলনকশার সুষ্ঠু পুনঃতদন্তের দাবি ওঠে তাই হাসিনার পতনের পর থেকেই। গত ২৪ ডিসেম্বর এই ঘটনার পুনঃতদন্তের জন্য সাত-সদস্যের একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
এমআই