আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
এর আগে রোববার ওয়াশিংটনের একটি জনবহুল সমাবেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সেখানে অভিবাসনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের হুমকি দেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ক্ষমতাগ্রহণের এক দিন আগে রোববার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় বক্তব্য দেন ডনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘চলমান সময়ের সূর্যাস্ত হবে আগামীকাল, যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ থেমে যাবে।’
এ সময় উল্লাসধ্বনিতে ফেটে পড়েন তার সমর্থকরা। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুরে শুরু হবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। যদিও মূল অনুষ্ঠানের আগেই তার আমেজ ছড়িয়ে পড়েছে গোটা ওয়াশিংটনে।
ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম নির্বাসন প্রচেষ্টা শুরু করবেন। তবে তার এই হুমকির ফলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ অভিবাসী বিতারিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে। কেননা এ বিষয়টি বেশ ব্যয়বহুল। ২০১৬ সালে জয়ের পর থেকেই ট্রাম্প অভিবাসীদের প্রতি তার এই মনোভাব প্রকাশ করে আসছেন।
এবারের নির্বাচনী প্রচারণাতেও তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন। যা তিনি গতকাল পুনর্ব্যক্ত করেছেন।
সময় জার্নাল/এলআর