আন্তর্জাতিক ডেস্ক:
গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে।
এক টেলিগ্রাম পোস্টে সিভিল ডিফেন্স জানায়, ধারণা করা হচ্ছে নিখোঁজ ১০ হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িসহ বিভিন্ন ভবনের নিচে চাপা পড়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহত ৩৮ হাজার ৩০০ জনের তালিকায় এসব নিখোঁজ ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য গতকাল রোববার (১৯ জানুয়ারি) ৪৬ হাজার ৯১৩ জন নিহতের কথা জানিয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের সদস্যদের উপত্যকার বৃহৎ অংশজুড়ে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী, 'যেখানে শত শত মৃতদেহ রয়েছে', যা এখনও উদ্ধার করা হয়নি।
এদিকে যুদ্ধবিদ্ধস্ত গাজার বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য বিদেশি উদ্ধারকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।
সেইসঙ্গে সংস্থাটি গাজাবাসীদেরও উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
এমআই