মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে নেসকো'র প্রি-পেইড মিটার বন্ধ এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেল আড়াইটা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারিস্থ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো (পিএলসি) কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা মোঃ আলতাফ হোসেন, ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, শ্রমিক নেতা হারুনুর রশিদ, মোঃ মানিক, ম্রী রাজেস, সাবেক জাতীয় বক্সিন খেলোয়ার সাইদ আহম্মেদ খান শাহিন, সাব্বির হোসেন, সঞ্জয় কুমার গুপ্ত, নুর আলম সোহেল, সামিউল ইসলাম সুমন, মোঃ শাকিল হোসেন, মোঃ বাবলু, মোঃ তালেব, সকমল, জেকি হোসেন, হৃদয়, মতি, সুমন প্রমখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রি-পেইড মিটার বন্ধ করে পূর্বের পোস্ট পেইড মিটার চালুর দাবি জানান। বক্তারা আরো জানান, নেসকোর কর্মকর্তারা আন্দোলনকারিদের নামে মামলা দেওয়া হবে বলে অভিযোগ করেছেন।
এমআই