বুধবার, জানুয়ারী ২২, ২০২৫
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাজীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী সজিব সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী অনুপম হাসান নিপুন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে ১৩ জানুয়ারি জেলা সমিতির সাবেক সভাপতি মুমিন ইসলাম এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সঞ্জীব সরকারকে সভাপতি ও অনুপম হাসান নিপুনকে সাধারণ সম্পাদক করা হয়। বিজ্ঞপ্তিতে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ সঞ্জীব চৌধুরী আবিদ, কৌশিক ত্রিপ্ত, জাহিদ হাসান, খায়রুল কবীর রাব্বি, রোকেয়া স্মৃতি, মারিয়া জামান, আফসানা জুলি, তানিয়া মুন্নী, আরেফিন খুশবো, প্রীতি রাণী।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ৫০ ব্যাচের শিক্ষার্থী সাইফ বিন মাহমুদ, তানজিল হাসান শান্ত, ইব্রাহিম খলিল আইভি, খায়রুল ইসলাম মিঠুন, রাফিয়া রাকা, শারমিন আক্তার ইমা, সুমাইয়া ইসলাম সুরভী, মাহদি আকাশ, সানজিদা শায়লা, শিহাব শাহরিয়ার, উপম মজুমদার।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন ৫১ ব্যাচের শিক্ষার্থী ফাহিম উদ্দিন, শফিকুল ইসলাম শিহাব, সাকিবুননাহার বুশরা।
কোষাধ্যক্ষ হয়েছেন ৫১ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম শশী সহ-কোষাধ্যাক্ষ পদে বিপুল রায়হান, দপ্তর সম্পাদক পদে ফয়সাল আহমেদ, উপ দপ্তর সম্পাদক পদে ৫২ ব্যাচের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক সিয়াম, আফরিনা জেরিন রাকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫১ ব্যাচের আবির আহমেদ হিমেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫২ ব্যাচের সুবর্ন সুমাইয়া, ভর্তি-কার্যক্রম বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের ছাত্র শাকিব আল হাসান মেরাজ, উপ-ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের নাজমুল ওয়ারা তালহা, মৌরসি দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটিতে কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন ৫১ ব্যাচের শিক্ষার্থী শ্রাবণী আক্তার শীলা, উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের জাহিদুল হাসান অশ্রু, মারুফ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ৫১ ব্যাচের শিক্ষার্থী সুমা ঘোষ তিথি, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের শিক্ষার্থী সায়মা হক, সায়মা ইমাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান জুই, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া জাহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের শিক্ষার্থী সানজিদা আফরিন, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের শিক্ষার্থী শাকিল, বর্ষা রাণী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ফাহিম আহমেদ নাঈম, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের শিক্ষার্থী প্রিয়ন্তী রশিদ প্রীতি দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন ৫৩ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান নিরব, তৌসুমী আক্তার, নাদিয়া ইয়াসমিন, মাহাতাব আক্তার সেতু, রাশিদা সুলতানা প্রমি, মালিহা ফাইরুজ স্নেহা, ফারিহা ইসলাম সনি, আয়াতুল তাহসিন ইলমা, ফারিশা ইকবাল মেঘলা, আশিকুর রহমান, চৌধুরী জারিন তাসনিম ঐশী, অমিত কুমার পাল, জেরিন সুলতানা, ফাতেমা তাসলিম, আরিফুল ইসলাম সিরাজী, সাদিয়া আফরিন, তুষার শাহেদ, মার্জিয়া আক্তার অনি, মার্জিয়া মিতু, রোকাইয়া সুলতানা বর্ষী।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অনুপম হাসান নিপুন বলেন, জেলা সমিতি সবার কাছেই একটা আবেগের যায়গা। প্রথমবর্ষ থেকেই দেখে আসছি ভাইরা আমাদের জেলা সমিতিটাকে ভালো ভাবে চালানোর জন্য অনেক চেষ্টা করেছে। সে ধারাবাহিকতায় আজকে তারা আমাকে ও আমার বন্ধু সহকর্মী সজীবকে এক বছরের জন্য এমন একটি দায়িত্ব অর্পন করেছে। ভাইদের-আপুদের প্রতি কৃতজ্ঞ এমন একটি গুরুদায়িত্ব দেবার জন্য। সকলের কাছে দোয়া পার্থনা করি যেন আমরা সামনের এক বছর সাংগঠনিক সকল কার্যক্রম যথাযথ ভাবে পালন করতে পারি।
এমআই