রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: রাজীবপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেট সহ বকুল মিয়া(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর কড়াই ডাঙ্গী পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ১৯৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৭৪৫ টাকা এবং একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বকুল মিয়া কড়াই ডাঙ্গী পাড়া গ্রামের ফরহাদ আলীর পুত্র। মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী এস,আই মোঃ ফারুক মিয়া ও এ,এস,আই মোঃ সামছুল মাদক সহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান বলেন, আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এমআই