বরফ গলা নদী
দু:খে র কি সাধ্য আছে আমায় ছোঁবে!
হাসি আমায় মেঘের মত আকাশ জুড়ে ভাসিয়ে রাখে।বরফ গলা নদীর মত বয়ে চলি সুখের ভেলায়,
আমি বাপু মেঘ বালিকা ব্যস্ত আমি সময় কোথায় !!
যাদুর শহর নেশার ঘোরে ,
সময় কোথায় মন খারাপের ,!!
সময় কোথায় হেনো তেনো ঝুট ঝামেলার !!
সময় কোথায় দু:খের সাথে গল্প করার !!!
যেতে হবে অনেক দূরে ছুটছি তাই মেঘের সাথে ,
অনেক স্বপ্ন দুচোখ জুড়ে আমায় সেথায় যেতেই হবে।
মেঘ বুঝি মন খারাপে বৃষ্টি হয়ে ঝরে যাবে ,
অজুহাতের খেয়ালিতে মৃত্তিকাকে ছুঁয়েই দেবে।
আমি হব রোদ ঝটিকা -রুক্ষ রোদে তপ্ত হবো ,
মরুর বুকে একলা আমি বালুকাতে ভেসে যাবো।
ভীষন একা একলা একা ,
চারিদিকে ভীষন ফাঁকা ,
কাঁপছে মন ভয়ে দুরু ,
জীবন চলা হলো শুরু।
বিশাল নদীর খেয়া পারে ,
একাই আমায় যেতে হবে।