নিজস্ব প্রতিবেদক: দ্য এশিয়ান ব্যাংকার প্রদত্ত ‘এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস-২০২১’ ক্যাটাগরিতে ‘বেস্ট রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি দ্য এশিয়ান ব্যাংকার আয়োজিত ওয়েবিনারে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
এই পুরস্কার রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশ্বের ৪২টি দেশের ৩০০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটেইল ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ‘দ্য এশিয়ান ব্যাংকার’ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে এ পুরস্কার প্রদান করে।
এই অর্জনে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সরকার, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
সময় জার্নাল/এমআই