এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়নে বাংলাদেশ ইউনিট ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা) চ্যারিটি এর অর্থয়নে ৬ শ’ অসহায় দুস্থ্য পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় বৌলপুর সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন স্কুল মাঠে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ শাহ্ ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের সহকারি পরিচালক হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলামের সহধর্মিণী এ্যাড সাবরিনা হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মো. হান্নান শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার হায়দার।
এ সর্ম্পকে ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের সহকারি পরিচালক ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ২০০৭ সাল থেকে এ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফারুক হোসাইনের নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান, অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা ও দুস্থ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের ৯টি গ্রামের ৬শ’ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এমআই