শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ৮ম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা

শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ৮ম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা

জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে "ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪" -এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে বেলুন উড়িয়ে ফিয়েস্টার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব। এসময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম

উদ্বোধনী বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব বলেন, "সায়েন্স ক্লাব ধারাবাহিকভাবে এমন চমৎকার আয়োজন করে আসছে, যা তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। এই আয়োজন আগামী দিনে আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।"

তিনদিনব্যাপী এই বিজ্ঞান উৎসব শুরু হয়েছে ৩১ জানুয়ারি এবং চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আয়োজনে রয়েছে ১৩টি ভিন্ন সেগমেন্ট, যার মধ্যে রয়েছে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং ও স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, চেজ কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এআই-বেজড বিজনেস আইডিয়া কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন এবং সায়েন্টিফিক ডিবেট। অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য থাকছে বিভিন্ন গেম সেগমেন্ট এবং বোম্বে সুইটসের সৌজন্যে ফ্রি স্ন্যাকস।

এবারের সায়েন্স ফিয়েস্টার সহযোগী ও স্পন্সরদের মধ্যে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ওয়ালটন স্মার্ট ফ্রিজ (টাইটেল স্পন্সর), উত্তরায়ন আমানা সিটি (ব্রোঞ্জ স্পন্সর), বিডিএপস (স্ট্র্যাটেজিক পার্টনার), বোম্বে সুইটস (স্ন্যাকস পার্টনার), ওলিন এআই (লার্নিং পার্টনার), সুরেন্দ্রনাথ এন্ড ভাজাসুন্দরি দাস স্মৃতি তহবিল (সাপোর্টিং পার্টনার), দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন ও দৈনিক দিনকাল (মিডিয়া পার্টনার), বিজ্ঞান চিন্তা (ম্যাগাজিন পার্টনার), বিডিইভেন্টস (ইভেন্ট পার্টনার), জেসিআই ঢাকা ওয়েস্ট (কমিউনিটি পার্টনার), সাইফুর'স (এডুকেশন পার্টনার), কাজলা ক্যান্টিন (ফুড পার্টনার) এবং টিবিএস গ্র্যাজুয়েটস, ইউনেট, পাবলিকিয়ান ও আরইউ ইনসাইডারস (ইউথ এনগেজমেন্ট পার্টনার)।

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন, অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান, সায়েন্স ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা।

উল্লেখ্য, আগামীকাল ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বিভিন্ন সেগমেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে এবং আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের তিনদিনব্যাপী বিজ্ঞান উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল