জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের তারিখ ফের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ফলে পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কবে নাগাদ সমাবর্তনের পরিবর্তিত নতুন তারিখ ঘোষণা করা হবে তাও পরিষ্কার করেনি কতৃপক্ষ। তবে যথাশীঘ্রই নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু নিবন্ধিত শিক্ষার্থীদের আবেগ ও পারিপার্শ্বিক বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। নিবন্ধিত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ কর্মদিবসে, বিশেষত সপ্তাহের মধ্যভাগে এরূপ আয়োজন না করার জন্য বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিবৃন্দের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। এই প্রেক্ষাপটে রাবির দ্বাদশ সমাবর্তনের পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমাবর্তনের পরিবর্তিত তারিখ যথাশীঘ্র সম্ভব নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
এর আগে কয়েক দফা বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা করে ফের স্থগিত করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ২০২৩ সালের নভেম্বরে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সদ্য সাবেক উপাচার্যসহ প্রশাসনের কয়েকজন কর্তাব্যক্তি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গত বছরের ২৮ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। তবে ৫ আগস্ট সরকারের পতন ও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসায় নির্ধারিত সময়ে সমাবর্তনের আয়োজন করা সম্ভব হয়নি। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করে।
এমআই