ইবি প্রতিনিধি:
বরাদ্দের সাড়ে তিনমাস পরেও নিজেদের শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ওই বিভাগের চলমান তিনটি ব্যাচের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এসময় তারা অবিলম্বে বরাদ্দকৃত কক্ষগুলো বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। পরে দুপুর দেড়টায় প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন তারা।
মানববন্ধনে তারা বলেন, আমাদের বিভাগের তিনটি ব্যাচের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণিকক্ষ না থাকায় গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলার ১০টি কক্ষ বরাদ্দ দেয় প্রশাসন। এছাড়াও ফোকলোর স্টাডিজ বিভাগের পূর্বে ব্যবহৃত কক্ষগুলোও আমাদের বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দের সাড়ে তিন মাস পেরোলেও বরাদ্দকৃত কক্ষগুলো আমাদের কাছে হস্তান্তর করেনি কর্তৃপক্ষ। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের শ্রেণিকক্ষ বুঝে না পেলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে এদিন দুপুরে শ্রেণিকক্ষগুলো পুনর্বণ্টনে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি করেছে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এতে সদস্য সচিব হলেন উপ-রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী। এছাড়া অন্য সদস্যরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, শ্রেণিকক্ষগুলো সুষ্ঠুভাবে বণ্টনের জন্য কমিটি করা হয়েছে। তারা দ্রুতই সভা করে বিষয়টি সমাধান করবে।
এমআই