স্পোর্টস ডেস্ক:
আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে বিপিএলে দল কিনেছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসের মালিক হয়েছিলেন তিনি। অনেক নামি ক্রিকেটারকে দলে ভিড়ানোর পাশাপাশি কোচ হিসেবে নিয়োগ করেছিলেন আলোচিত খালেদ মাহমুদ সুজনকে। তবে দেশের অন্যতম সেরা চিত্রনায়কের প্রত্যাশা পূরণ হয়নি।
চলতি বিপিএল থেকে দ্বিতীয় দল হিসেবে বাদ পড়েছে ঢাকা। দল বাদ পড়লেও টুর্নামেন্টটি ভালোভাবেই এনজয় করেছেন শাকিব। আগেই বিদায় নিশ্চিত হয়ে গেলেও ঢাকার শেষ ম্যাচটি দেখতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তিনি।
খেলা শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়া, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মত বিনিময় ও দর্শকদের ঢাকা ক্যাপিটালসের জার্সি উপহার দিতে দেখা গেছে শাকিবকে।এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এই চিত্রনায়ক।
পোস্টে শাকিব স্বীকার করেন, প্রথমবার বিপিএলে দল কেনা তার জন্য নতুন চ্যালেঞ্জ ছিল। মুখোমুখি হতে হয়েছে নতুন নতুন অভিজ্ঞতার। যে কারণেই হয়তো দল তেমন ভালো করতে পারেননি।
শাকিব লেখেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’
শাকিবের প্রত্যাশা, আগামীতে আরও শক্তিশালী দল নিয়ে বিপিএলে আসবেন তিনি। এবারের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতাকে পরের মৌসুমে কাজে লাগাতে চান শাকিব।
ঢালিউড চিত্রনায়ক লেখেন, ‘যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন - আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’
পোস্টের শেষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শাকিব। তিনি লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।’
সময় জার্নাল/এলআর