বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
জাকারিয়া শেখ, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে কুড়িগ্রাম সদরের মোঘলবাসার নালিয়ার দোলায় অবস্থিত মেসার্স এস এস ব্রিকস, মেসার্স এম জে এইচ ব্রিকস, মেসার্স জি এ ব্রিকস-১ এবং মেসার্স জি এ ব্রিকস-২ ইটভাটাগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল।
অভিযান পরিচালনার সময় কিলন স্কেভেটারের মাধ্যমে ইটভাটাগুলোর কার্যক্রম ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। ফলে ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
অভিযান পরিচালনার সময় বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বদরুজ্জামান রিশাদ। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযান সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন—
"পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ইটভাটা চালানো যাবে না। পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব ইটভাটা বায়ুদূষণের অন্যতম কারণ, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়িগ্রামে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এমআই