এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারেরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় হোগলাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌলপুর বাজারে আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা শামীম আহসান ফকির, আবজাল হোসেন জোমাদ্দার, মতিউর রহমান বাচ্চু, আসাদুজ্জামান মিলন, যুবদল নেতা আব্বাস মুন্সী, শ্রমিক দল নেতা মজনু মোল্লা, হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম। প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রাষ্ট্র সংস্কারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা এ লিফলেটে দেশের খেটে খাওয়া মানুষ তথা সকল শ্রেনী পেশার মানুষের কথা বলা হয়েছে। এটি বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সম্মৃদ্ধির দেশ।
এমআই