আন্তর্জাতিক ডেস্ক:
দিল্লি বিধানসভার ভোট গণনা চলছে। এতে দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের।
এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ২৮ আসনে এগিয়ে আপ।
দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে মনে হচ্ছে, বিজেপি দিল্লি দখলের পথে। তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
দিল্লিতে আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়েছে। অন্য দিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএ’র দুই সহযোগী, জেডিইউ ও এলজেপি (রামবিলাস)-কে।
তিন বাম দল পৃথকভাবে আটটি আসনে লড়েছে। সিপিআই ছয়, সিপিএম দুই এবং সিপিআইএমএল লিবারেশন দু’টিতে।
৭০ আসনের বিধানসভায় টানা চতুর্থবারের মতো জয়ের আশা করছে আম আদমি পার্টি। দলটির দাবি, ৫৫ আসনে জয় পাবে তারা। অন্যদিকে, ২৭ বছর পর দিল্লি বিধানসভায় জিততে মরিয়া বিজেপি।
সময় জার্নাল/এলআর