জাকারিয়া শেখ,ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নেওয়াশী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নৌকা প্রতীক নিয়ে তিনি নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান,কুড়িগ্রাম আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমআই