শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

রাবি সময় জার্নাল প্রতিনিধি পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫
রাবি সময় জার্নাল প্রতিনিধি পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

সময় জার্নাল ডেস্ক:

ক্যাম্পাস সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিককে রাবিসাস অ্যালামনাই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩-২৪' প্রদান করা হয়েছে। সেখানে বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সময় জার্নাল  প্রতিনিধি জাহিদুল ইসলাম । সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন সুষ্ঠু, গণতান্ত্রিক এবং রাষ্ট্রের জন্য সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রে মাঠের পরিস্থিতির সাথে সাংবাদিকতা মিলে না। আমার দীর্ঘ অভিজ্ঞতায় এমন অনেক সাংবাদিক দেখেছি যারা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের খপ্পরে পড়া এবং ইন্টারেস্ট প্রমোট করার রেহায় থেকে রক্ষা পায়নি। অন্য প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রকে ক্ষতি করার যে ক্ষমতা তার চেয়ে সাংবাদিকতার ক্ষমতা বেশি। আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি,  স্বৈরশাসন চেপে বসেছিল সেটাকে টিকিয়ে রাখতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা যদি উন্নতি চাই, ভালো কিছু দেখতে চাই তাহলে বিগত দিনের ভুলগুলো সুধরে নেওয়া উচিত। কোথায় ভুল করলাম আর কোন স্বার্থের কারণে দেশ, সমাজ এবং দেশের মানুষের পাশে দাড়াতে পারলাম না  সেটা চিন্তা করা উচিত। এখন দেশে নতুন প্রেক্ষাপট তৈরী হয়েছে। এই সময়ে স্বাধীন সাংবাদিকতা আমরা চেষ্টা করলে তৈরী করতে পারব।


রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আহমদ শফিউদ্দিন বলেন, আজকে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হচ্ছে এইযে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কিন্তু কোটা আন্দোলন ছিলো না। এটা হচ্ছে কর্ম বেকারত্বের বিদ্রোহ। হাজার হাজার তরুণ, কেউ বেকার, কেউ অর্ধ বেকার। এজন্য আমাদের দাবি তোলা উচিত কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে যে কোন বিভাগ করলে আমাদের বেকারত্ব কমবে। কোন বিভাগ করলে এই অঞ্চলে যে কৃষির ব্যপক সম্ভাবনা, কর্মসংস্থান, কৃষিভিত্তিক শিল্প এসবে ভালো করা যাবে। দেশের বিশ কোটি মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায়। কেনো এদেশের চিকিৎসা বিকশিত হচ্ছে না। কর্তৃপক্ষকে বলবো আপনারা হসপিটাল ম্যানেজমেন্টের ওপর বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা, ডিগ্রি চালু করুন। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করান। কর্মসংস্থানের সমস্যা নিরসন না করতে পারলে এদেশের দূর্নীতি, অনিয়ম, বেকারত্ব এসব কমানো সম্ভব নয়।


রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল বলেন, ফেব্রুয়ারি মাস আমার শোক আর আনন্দের মাঝে ঘুরপাক খায়। শোক হলো ১৯৬৯ সালের ১৮ই ফেব্রুয়ারি শামসুজ্জোহাকে হারানো আর আনন্দ হল রাবিসাসের জন্ম। রাবিসাসের অস্তিত্বকে ৫৬ বছর পরে হলেও মাটির প্রদীপের মতো জ্বালিয়ে রাখতে পেরেছি। এটাই আমার ৭৪ বছরের জীবনে সবচেয়ে বড় সাফল্য। 


রাবিসাসের সভাপতি নোমান ইমতিয়াজ বলেন, আমরা যে কাজ করেছি সেটার একপ্রকার স্বীকৃতিস্বরুপ এই অ্যাওয়ার্ড। এভাবে পুরস্কৃত করার ধারাটা যদি অব্যাহত থাকে তবে যারা এই কাজ করছে, তারা কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবে।


রাবিসাস অ্যালামনাই- এর কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদা কনক। এসময় আরো বক্তব্য রাখেন রাবিসাস অ্যালামনাই- এর সাধারণ সম্পাদক রব মজুমদার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোজাম্মেল হোসেন বকুল। এসময় রাবিসাসের প্রাক্তনী ও বর্তমান সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল