বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫
মুরাদ হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নীতিমালা অনুযায়ী তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার হলে সিট বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, হল সুপার কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. আবু সাঈদ মন্ডল, তাজউদ্দীন আহমদ হলের হল সুপার প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "নীতিমালা অনুযায়ী এভাবে নিয়ম মেনে সিট বরাদ্দ সুন্দর একটি উদ্যোগ। এই নিয়ম অনুযায়ী আস্তে আস্তে সকল হলে সিট বরাদ্দ দিলে অনেক সমস্যার সমাধান হবে।"
তিনি আরো বলেন, "একটা হল কোন নির্দিষ্ট গ্রুপের বা এরিয়ার ছাত্রদের জন্য নয়, এখানে সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে হবে। জোর যার মল্লুক তার, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।"
তাজউদ্দীন আহমদ হলের হল সুপার প্রফেসর ড. শোয়াইবুর রহমান বলেন, "শুরুতেই আমরা হলে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসিক করার উদ্যোগ গ্রহণ করি। আবাসিক করার কার্যক্রম সম্পন্ন হলে এবং আসন ফাকা থাকা সাপেক্ষে পরবর্তীতে আমরা মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ প্রদানের লক্ষ্যে একটি সার্কুলার প্রকাশ করি। আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য যাচাই বাছাই করে সিট বরাদ্দ প্রদান করা হয়।"
এমআই