বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫
মো. মাইদুল ইসলাম:
অমর একুশে বইমেলা-২০২৫ এ পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবৃত্তিশিল্পী, সংস্কৃতি কর্মী শিরিনা বীথির কাব্যগ্রন্থ 'শর্তহীন বোঝাপড়া'। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা 'শব্দশিল্প'। 'শর্তহীন বোঝাপড়া' গ্রন্থটি তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন মোবাশ্বির মজুমদার।
বইমেলায় ১৪ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হবে। মেলায় শব্দশিল্প প্রকাশনীর ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৪৯ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কাব্যগ্রন্থটি সম্পর্কে লেখক শিরিনা বীথি বলেন, বইটিতে প্রেম-ভালোবাসা, দ্রোহ সব কিছু নিয়েই কবিতা রয়েছে। সব বয়সের পাঠকদের জন্যই বইয়ের কবিতাগুলো। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো পাঠককে অনুপ্রেরণা দিবে, পাঠকেরা জীবনের পজিটিভিটি খুঁজে পাবে। জীবনে যাই ঘটে যাক না কেন শর্তহীন ভাবে বেঁচে থাকতে হবে। সে কারণেই বইটির নাম শর্তহীন বোঝাপড়া।
তিনি বলেন, শর্তহীন বোঝাপড়া বইটি সবার হাতে পৌঁছে যাবে সেই প্রত্যাশা রাখছি।
এটি প্রথম কাব্যগ্রন্থ হলেও এর আগে লেখকের আরও তিনটি বই প্রকাশিত হয়েছে। এটি লেখকের চার নাম্বার বই।
উল্লেখ্য, লেখক শিরিনা বীথি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক, উপস্থাপক, সংবাদ পাঠক, নাট্য শিল্পী। তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনে ও মঞ্চে নিয়মিত উপস্থাপনা ও আবৃত্তি করে থাকেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা, গান, ছোট গল্প এবং কলাম লিখে থাকনে।
এমআই