বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ’শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবন’এর নাম পরিবর্তন করে খুবির প্রথম উপাচার্যের সম্মানার্থে ’প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’ নামকরণ করেছে । সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
১২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান নতুন নামফলক উন্মোচন করন।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলার নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনো কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক- এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামীর পথচলায় আমি সকলের নিকট দোয়া প্রত্যাশা করি।’
আরো বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুনভাবে পথচলা সুগম হয়েছে। শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভবনের নামে পরিবর্তন আনা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলা ও উৎকর্ষ সাধনে প্রফেসর ড. গোলাম রহমান এর অবদান চিরস্মরণীয়। এজন্য তাঁর প্রতি সম্মান জানিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটে নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছিল। যেখানে ১৭ ডিসেম্বর ২০২৪ সালে নাম পরিবর্তন কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক পক্ষপাত সংবলিত খুবির হল ও ভবনগুলোর নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছিল।
এমআই