শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী পালিত

শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২৫
দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিনাজপুরবাসী স্মরণ করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ কেন্দ্রীয় মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী-২০২৫) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, প্রশাসন ও পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি।

পরে দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর শিক্ষাবোর্ড, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচরীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকালে জেলা বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য সামাজিক সাংস্কৃকিক সংগঠনের ব্যক্তিবর্গ প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। প্রভাত ফেরি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড্যাব দিনাজপুর ইউনিটের নেতৃবৃন্দ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গনপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারী কলেজ, দিনাজপুর সরকারী সিটি কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ, দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), জুবিলী উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্টি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারী-বেসরকারী সংস্থাসহ ৩ শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

অনেক ছোট ছোট শিশুকেও তাদের পিতামাতার সাথে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।  

অপরদিকে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ দিনাজপুর শাখার উদ্যোগে শুক্রবার সকালে চারুবাবুর মোড়স্থ হামদর্দ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শরবতে রুহ আফজা দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. সরল চন্দ্র রায়, দৈনিক আমার দেশ দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, হামদর্দ দিনাজপুর এরিয়া ম্যানেজার মোঃ তােয়াহা, দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ শাহজাহান ভূঁইয়া, চিকিৎসক হাকিম মোঃ আনিসুর রহমান, হাকিম মোছাঃ সুমি আক্তারসহ হামদর্দের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল