নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি স্থায়ী করার দাবিতে সড়কে অবস্থানরত আউটসোর্সিং কর্মীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৫ মিনিটে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এসময় দুই জন আহত হয়েছেন।
এমআই