কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সম্প্রতি প্রায় ৩ ফুট লম্বা এক বিষধর পদ্ম গোখরার দেখা মিলেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আনসার ব্যারাকের সামনে সাপটি দেখতে পান আনসার সদস্য মনির রঞ্জন দে। এই ঘটনায় পুরো ক্যাম্পাসে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভিরুল ইসলাম বলেন, "ক্যাফেটেরিয়ার পাশেই সাপটি প্রথম দেখা যায়। নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা সাপটিকে মেরে ফেলেছে। ক্যাম্পাসের আশপাশের জঙ্গলগুলো দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। চলাফেরার সময় সবাইকে সাবধানে থাকতে হবে।"
আরেক শিক্ষার্থী মো. নোমান চৌধুরী বলেন, "গোখরার শরীরের ডিজাইন ভিন্ন রকম হয়ে থাকে, তবে মাথা দেখে জাত চিনা যায়। এই পদ্ম গোখরা অত্যন্ত প্রাণঘাতী। নোয়াখালী সদর হাসপাতালে এর অ্যান্টিভেনম নেই, ফলে কোনো দুঘটনা ঘটলে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে হয়।"
আবাসিক হলের শিক্ষার্থী মোহন মিয়া বলেন, "ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এখনো ঝোপঝাড় রয়ে গেছে। ফলে সাপের উপদ্রব বেড়ে গেছে। আমরা প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের উচিত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, "অনেক দিন পর ক্যাম্পাসে সাপের দেখা মিলল। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা সেস্ট শাখার সাথে সমন্বয় করে ক্যাফেটেরিয়া ও আনসার ব্যারাকের আশপাশের এলাকাগুলো দ্রুত পরিষ্কার করব।"
নোবিপ্রবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. ইসমাত আরা পারভীন বলেন, "আমাদের মেডিকেল সেন্টারে অ্যান্টিভেনম নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সবার জন্য ভালো হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, "সাপের প্রাকৃতিক আবাসস্থলে সাপ থাকবেই। তবে যদি আমরা পরিবেশ পরিচ্ছন্ন না রাখি, তাহলে সাপ জনবসতিপূর্ণ এলাকায় চলে আসবে। ক্যাম্পাসের ঝোপঝাড় প্রায় পরিষ্কার করা হয়েছে। বাকি অংশগুলো দ্রুত পরিষ্কার করা হবে। সাপ তাড়ানোর জন্য রাসায়নিক পদার্থও ব্যবহার করা যেতে পারে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, "পদ্ম গোখরার দেখা পাওয়ার বিষয়ে জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাকি অংশও দ্রুত পরিষ্কার করা হবে।"
এমআই