নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবসে নারী উদ্যোক্তাদের দক্ষতাকে উজ্জীবিত করতে উইমেন এন্ট্রপ্রেনিওর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজন করছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন।
৬ থেকে ৮ মার্চ পর্যন্ত রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে নারী উদোক্তাদের এই বিশেষ বাণিজ্য মেলা।
মেলাটি নারী উদ্যোক্তাদের সৃজনশীল ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বিক্রির একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে থাকছে বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহনা ও আরও অনেক কিছু।
মেলায় স্টল বুকিং-এর শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। স্টল বুকিং ফি পনেরো হাজার টাকা।
মেলায় অংশ নিতে আগ্রহী উদ্যোক্তাদের ২৭ ফেব্রুয়ারির মধ্যে স্টল বুকিং সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭৩০০০৪৯৯৪ নম্বরে।
নারীদের জন্য বিশেষভাবে আয়োজন করা এই বাণিজ্য মেলা নারীদের আর্থিক স্বাধীনতা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেবে বলে আশা করছে আয়োজকেরা।
এমআই