সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চারণ সাংস্কৃতিক কেন্দ্রের 'নবীন আগমনী উৎসব' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে উৎসবটি অনুষ্ঠিত হয়েছে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অসীম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী ফরিদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী মিলিয়ে আগমনী উৎসব অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আগমনী উৎসবে কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, চলচ্চিত্র, বই রিভিউ, নাটক, বাংলাদেশে কৃষির সমস্যা ও সমাধানের পথ বিষয়ক উপস্থিত বক্তৃতা এবং কেমন বিশ্ববিদ্যালয় চাই বিষয়ক প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। সাংস্কৃতিক পর্ব শেষে পূর্বে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী ফরিদ নবীনদের আগমনকে কেন্দ্র করে আয়োজিত ওই উৎসবের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, এরই ধারাবাহিতকতায় ভবিষ্যতে এরকম বর্ণিল সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।