সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রোববার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫
হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

মোহাম্মদ মুরাদ হাসান:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে লাঞ্চিত ও মারধরের ঘটনায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

জানা গেছে, রবিবার ম্যানেজমেন্ট-২০ ব্যাচের শিক্ষার্থী আলামিন নওগাঁ থেকে দিনাজপুরের উদ্দেশ্য HA Plus বাসে আসছিলেন। পথিমধ্যে বাসের এক যাত্রী খাবার কেনার জন্য হেল্পারের নিকট টাকা দিলে হেল্পার খাবার না দিয়ে চলে যান। এ নিয়ে পরে যাত্রী ও বাসের চালক-হেল্পারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আলামিন যাত্রীর টাকা ফেরত দিতে বললে দিনাজপুর বাস টার্মিনালে তাকে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে দুপুর থেকে ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকবৃন্দেরা ঘটনাস্থলে গিয়ে 
পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হলেও অভিযুক্ত চালক-হেল্পার না আসায় দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় HA Plus এর দুইটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্ধ্যায় ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। ৫ কর্ম দিবসের মধ্যে ৮ দফার বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই মর্মে সন্ধ্যা ৭ টায় অবরোধ তুলে নিলে ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ৮ দফার মধ্যে ছিলঃ ১. আজকের ঘটনায় দোষীদের ক্ষমা চাইতে হবে
২. ছাত্রদের উপর হামলাকারীদের আইনি আওতায় আনতে হবে  ৩. ছাত্র সহ সাধারণ জনগণের সাথে ভদ্রতা বজায় রাখতে হবে  ৪. এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বাস মালিক সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে  ৫. ১৯ তারিখে হাবিপ্রবির বাসে ঢিল মারা ব্যক্তির শণাক্তকরণ ও বিচার  ৬. ক্যাম্পাস এরিয়া থেকে শহর পর্যন্ত নিয়মিত পুলিশি টহল দিতে হবে  ৭. বাসের গতি সর্বোচ্চ ৩০ কিমি/ঘণ্টা করতে হবে এবং স্প্রিড বেকার দিতে হবে  ৮. সড়কে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল