কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিনদিনব্যাপী বাংলা ইশারা ও ভাষা বিষয়ক কর্মশালা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ভাষা দিবস উপলক্ষে আয়োজনটি করে 'নোবিপ্রবি সোসাইটি ফর দি ডিজেবল'।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল "এক ভূবনে এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা রুবাইয়ান আসিফ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নোয়াখালীর মাইজদী শাখার ব্যবস্থাপক লুতফর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. হানিফ বলেন, "নোবিপ্রবি সোসাইটি ফর দি ডিজেবল"-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন একটি মানবিক আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি। সংগঠনের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের আর্থিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা আরও সহজ ও সুলভ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আগামী অর্থবছরে এই সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।”
উপস্থিত বক্তারা ইশারা ভাষার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এবং সমাজে সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ভাষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা জানান।