সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

হাবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ, মধ্যরাতে থানায় সুরাহা

সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫
হাবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ, মধ্যরাতে থানায় সুরাহা

মোহাম্মদ মুরাদ হোসেন, হাবিপ্রবি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে লাঞ্চিত ও মারধরের ঘটনায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

জানা গেছে, রবিবার ম্যানেজমেন্ট-২০ ব্যাচের শিক্ষার্থী আলামিন নওগাঁ থেকে দিনাজপুরের উদ্দেশ্য HA Plus বাসে আসছিলেন। পথিমধ্যে বাসের এক যাত্রী খাবার কেনার জন্য হেল্পারের নিকট টাকা দিলে হেল্পার খাবার না দিয়ে চলে যান। এ নিয়ে পরে যাত্রী ও বাসের চালক-হেল্পারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আলামিন যাত্রীর টাকা ফেরত দিতে বললে দিনাজপুর বাস টার্মিনালে তাকে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে দুপুর থেকে ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকবৃন্দেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হলেও অভিযুক্ত চালক-হেল্পার না আসায় দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় HA Plus এর দুইটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। 

বিষয়টি দ্রুত সমাধান না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্ধ্যায় ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। ৫ কর্ম দিবসের মধ্যে ৮ দফার বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই আশ্বাসে সন্ধ্যা ৭ টায় অবরোধ তুলে নিলে ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

রাত ১২ টার দিকে দিনাজপুরের কোতোয়ালি থানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও অভিযুক্তের উপস্থিতিতে ঘটনার সুরাহা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর জানান, অভিযুক্ত ব্যক্তি হামলার শিকার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছেন। সমাধান পরবর্তীতে রাতেই আটককৃত HA Plus পরিবহনের দুটি বাস ছেড়ে দেওয়া হয়েছে। 


মামলার বিষয়ে তিনি বলেন,' যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছে, এজন্য মামলা করার প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ৮ দফার মধ্যে ছিলঃ ১. আজকের ঘটনায় দোষীদের ক্ষমা চাইতে হবে ২. ছাত্রদের উপর হামলাকারীদের আইনি আওতায় আনতে হবে  ৩. ছাত্র সহ সাধারণ জনগণের সাথে ভদ্রতা বজায় রাখতে হবে  ৪. এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বাস মালিক সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে  ৫. ১৯ তারিখে হাবিপ্রবির বাসে ঢিল মারা ব্যক্তির শণাক্তকরণ ও বিচার  ৬. ক্যাম্পাস এরিয়া থেকে শহর পর্যন্ত নিয়মিত পুলিশি টহল দিতে হবে  ৭. বাসের গতি সর্বোচ্চ ৩০ কিমি/ঘণ্টা করতে হবে এবং স্প্রিড বেকার দিতে হবে  ৮. সড়কে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল