জেলা প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন সন্ধ্যায় কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
একইসঙ্গে শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ জানায় প্রশাসন।
এর আগে, দুপুরে কুয়েটের ভিসির বাসভবনে ফের তালা দিতে গেলে শিক্ষকরা ছাত্রদের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষক সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
এমআই