বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় আমেরিকা প্রবাসীর কাছ এক লাখ টাকা চাঁদা দাবীর ঘটনায় নৌবাহিনীর কন্টিনজেন্টে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, চাঁদার দাবীতে মোংলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী মোঃ বায়েজিদ শেখকে নানাভাবে হয়রানী করে আসছে মোংলা নাগরিক কমিটির প্রতিনিধি সোনাইলতলা ইউনিয়নের মোঃ জুবায়ের হোসেন ও আবু হাসান। তাদের দাবীর প্রেক্ষিতে প্রবাসী বায়েজিদ জুবায়ের ও আবু হাসানকে ১০হাজার টাকাও দেন। তারপরও তারা বাকী ৯০হাজার টাকা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দিলে তাকে মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দিবেন বলেও হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখিয়ে আসছিলেন জুবায়ের ও হাসান।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের জানিয়েও কোন প্রতিকার না পেয়ে সোমবার মোংলার নৌবাহিনীর কন্টিনজেন্টে নাগরিক কমিটির নেতা জুবায়ের ও হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী বায়েজিদ। তিনি অভিযোগ করে বলেন, পুলিশও নাগরিক কমিটির সাথে মিলে তাকে হয়রানী করে আসছেন। চাঁদা দাবীর ঘটনা পুলিশকে জানালেও পুলিশ কোন প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি।
এদিকে বিস্তর অভিযোগ রয়েছে এ নাগরিক কমিটির জুবায়ের ও হাসানের বিরুদ্ধে। তারা সম্প্রতি উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসের কাছেও ১০লাখ টাকা চাঁদা দাবী করেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া বাড়ীঘর ভাংচুর ঠেকানোর কথা বলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের কাছেও ১০লাখ টাকা দাবী করেছেন এ নাগরিক কমিটির নেতারা। মোবাইল ফোনের সেই কল রেকর্ড ভাইরাল হয়েছে।
নাগরিক কমিটির এ নেতাদের এমন কর্মকান্ডের ফোন রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ নিয়ে স্থানীয় জনমনেও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নাগরিক কমিটি নেতা জুবায়ের ও হাসান বলেন, আমাদের সংগঠন ও আমাদেরকে হেয়পতিপন্ন করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নৌ কন্টিনজেন্টে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ অভিযোগের সত্যতার প্রমাণ দেখাতে পারলে আমাদের সংগঠন যে ব্যবস্থা নিবে তা মেনে নিতে বাধ্য থাকবো।
এমআই