শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সারাদেশের ন্যায় কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, লকডাউন মানাতে পাটগ্রাম উপজেলায় শহরের কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শহরে ঢুকতে গেলেই পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসার মুখে। অতিপ্রয়োজন ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হচ্ছেনা শহরে।
পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউন অমান্য করায় কয়েকজনকে জরিমানাও করতে দেখা গেছে।
জেলায় জরুরি সেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওষুধ, কাঁচাবাজার ও খাবারের দোকান ছাড়া সকল দোকানপাট-মার্কেট বন্ধ রয়েছে।
সময় জার্নাল/এমআই