জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (ফুলবাড়ী থানা পশ্চিম) শাখার আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ বইমেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বইমেলায় এসে বিভিন্ন বই পড়ার সুযোগ পান এবং বইমেলা আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী (পশ্চিম) থানা শাখার সভাপতি মো. মিরাজ হোসাইন বলেন, "সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। এই উদ্দেশ্যেই আমরা বইমেলা ও প্রকাশনা উৎসবের আয়োজন করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও পরিচালনা করেছি। এই ধরনের কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে আয়োজন করতে চাই।"
এ বইমেলা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী (পশ্চিম) থানা শাখার সেক্রেটারি সবুজ ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মো. মনিরুজ্জামান, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাথী জিসান ও মাসুদসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা বইমেলা ও প্রকাশনা উৎসবের প্রশংসা করে বলেন, "উপজেলায় এ ধরনের আয়োজন এই প্রথম। এখানে এসে বই পড়ে ও বই দেখে ভালো লাগছে। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও প্রশংসনীয়।"
বইমেলার পাশাপাশি বিভিন্ন প্রবন্ধ, কবিতা ও শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের শিক্ষামূলক আয়োজন চালিয়ে যেতে চান।
এমআই