মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিডিআর গণহত্যার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা জাগপা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪টায় শহরের বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেস জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুব আলম ননী, দিনাজপুর জাগপার সভাপতি এ্যাড. নুরুন্নবী, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী, গাজী নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম।
মানববন্ধনে জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক অরুন মোহন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল আজিজ মুক্তার, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রহমান জুয়েল, মহিলা সম্পাদক রেনু বেগম, দপ্তর সম্পাদক মোঃ নূর জামান, যুব জাগপা সভাপতি গোলাম বাকী হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠিক সম্পাদক ওয়াসিক রহমান রাফী, শ্রমিক জাগপার আহবায়ক মোঃ মিস্টার আলী, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মোঃ রাসেল, জাগপা ছাত্রলীগ সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক আল আমিনসহ জাগপা'র অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমআই