বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৫
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ।
এদের মধ্যে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের ১৩ জন, মাদকসহ অন্যান্য মামলায় ২৯ জন, পলাতক আসামী ২৫ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আ'লীগ ও এর সহযোগি সংগঠনের ১৩ জন হচ্ছেন-ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রহমান (৬২), একই ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামের বুলাকিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম (৬০), কাহারোল উপজেলার জিনিয়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে মুকুন্দপুর ইউনিয়ন আ'লীগের সদস্য রাজকুমার (৪৫) একই উপজেলার ঈশানপুর মটুনী বাজার গ্রামের শ্রী উদয় চন্দ্র রায়ের ছেলে রামচন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সদস্য নিরঞ্জন চন্দ্র রায় (৪৫), বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের হাসান আলীর ছেলে বনগাঁও ইউনিয়ন আ' লীগের নেতা জোবাইদুর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলার বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে কাজীহাল ইউনিয়নের যুবলীগের নেতা মোঃ সফিকুল ইসলাম (৪০), একই উপজেলার দেবীপুর গ্রামের কুমীর উদ্দিন সরদার, শিবনগর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আমিনুল হক সরদার (৬৫), পার্বতীপুর উপজেলার জয়পুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে ইউপি আ' লীগ নেতানমোঃ আবু দাউদ রুহুল আমিন পলাশ (৪০), মধ্যপাড়াা পলিপার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে হরিরামপুর ইউনিয়ন আ' লীগের নেতা মোঃ জিয়াদুল ইসলাম (৪০), পাঁচপুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে আওয়ামীলীগ কর্মী মোঃ শফিকুল ইসলাম (৪৮), হরিরামপুর ভাটিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ওয়ার্ড আ'লীগ নেতা মোঃ দুলাল প্রামাণিক (৪০), নতুন বাজার মহল্লার মৃত মহিউদ্দিেেনর ছেলে পার্বতীপুর পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম (৫০) ও রিয়াজনগর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াসাদ সরোয়ার জয় (৩০)।
পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ বিষয়টি নিশ্চিতনকরে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে গ্রেরণ করেছেন।