বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৫
জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আব্দুর রকিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্ল্যাহর ছেলে বকিয়ত উল্ল্যাহ (৪৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"