তিতুমীর কলেজ প্রতিনিধি:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডলকে তার অবসরজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।
আজ বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষকে বিদায়ী স্মারক তুলে দেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ । এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষক, শিক্ষার্থীরা।
এসময় অধ্যাপক অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল বলেন,আমি গত ৫ মাস ১৮ দিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি৷ ২০১১ সালের মার্চ মাসে আমি সরকারি তিতুমীর কলেজে যোগদান করি।আমার দায়িত্ব গ্রহন অনেক বড় একটা পরিবর্তনের পর হয়ে ছিলো৷ তখন থেকেই আমার আত্মবিশ্বাস ছিলো আমার কলেজের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করবো।৩২ বছরের শিক্ষকতা জীবনে ছোট-বড় সব কাজকেই আমি গুরুত্ব সহকারে দেখেছি। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং শেষ দিন পর্যন্ত তাদের সাথেই আছি। যদি সুযোগ আসে, তবে বাকি জীবনটুকুও শিক্ষার্থীদের জন্যই কাজ করে যেতে চাই। আমার সমস্ত শ্রম, মেধা ও আত্মত্যাগ সবই শিক্ষার্থীদের জন্য উৎসর্গিত।
সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, দেশকে ও নিজের আওতাধীন কাজকে ভালোবাসতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করলে সে কাজের সুফল নিশ্চয় আসবে। তোমরা অনেক বড় হও, সফল হও, আগামীর নেতৃত্বে আসো।
উল্লেখ্য গত বছর ২০২৪ সালের আগস্ট মাসে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । এর আগে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এমআই