মোহাম্মদ মুরাদ হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট-এ অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পিএইচডি সুপারভাইজার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শেখ. মো. মোবারক হোসেন, কো-সুপারভাইজার প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল হাকিম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ও ড. মো. ফরহাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের সময় হাবিপ্রবির পিএইচডি ফেলো এবং গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কিশওয়ার-ই-মুস্তারিন গবেষণার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য নিকট উপস্থাপন করেন।
পরে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর বিভিন্ন গবেষণা কার্যক্রম ও ল্যাব পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।
এমআই