মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

পানি সম্পদ সচিব নাজমুল আহসানের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সোমবার, মার্চ ৩, ২০২৫
পানি সম্পদ সচিব নাজমুল আহসানের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মুহঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ নির্বাচন, হত্যা, গুমসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিগত ২০১৩ সালে পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী, নিহতদের পরিবারের সদস্য খোরশেদ আলম, আব্দুল গফুর, ফকরুল হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মী নিহত হন। এসব হত্যান্ডের ঘটনার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা প্রশাসক নাজমুল আহসান। স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পোষা গুন্ডা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরও  পালিয়ে রয়েছে। কিন্তু বহাল তবিয়তে মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলা, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বক্তারা অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানসহ এসব হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় সহিংস অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুর কবির। সে সময় তাদের প্রত্যক্ষ মদদে যৌথবাহিনীর অভিযানে জেলার  বহু রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হন।

 মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল