আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হওয়ার পর বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই ভাষণকে ঘিরে দৃষ্টি ছিল বিশ্ববাসীর। ট্রাম্পের এই ভাষণে শুল্কনীতি, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ছাড়াও অভ্যন্তরীণ ও বিশ্ব রাজনীতির নানা প্রসঙ্গ স্থান পেয়েছে।
ট্রাম্পের ভাষণের উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল আমেরিকার শুল্কনীতি আরোপের প্রসঙ্গ। এদিন তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, ব্রাজিল এবং আরও অসংখ্য দেশ আমাদের ওপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও তত শুল্ক আরোপ করব।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির থেকে একটি ‘গুরুত্বপূর্ণ চিঠি’ পেয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার টেবিলে বসতে রাজি জেলেনস্কি, চিঠিতে সেই কথাই উল্লেখ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
ইউক্রেনের প্রেসিডেন্টের চিঠি উদ্ধৃত করে ট্রাম্প বলেন, ‘চিঠিতে জেলেনস্কি লিখেছেন, স্থায়ী শান্তি ফেরাতে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে বসার জন্য প্রস্তুত ইউক্রেন। আমাদের থেকে বেশি শান্তি আর কেউ চান না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বেও কাজ করতে প্রস্তুত আমি এবং আমার দল।’
ট্রাম্প বলেন, নিরাপত্তার প্রতিশ্রুতি পেলে খনিজ বণ্টন চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন জেলেনস্কি।
পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়ে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী জঙ্গিগোষ্ঠী আইএসের এক জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তান।’’ সেই কারণেই ইসলামাবাদকে ধন্যবাদও জানান ট্রাম্প।
সময় জার্নাল/এলআর