“মানুষ মানুষের জন্য, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না” ভূপেন হাজারিকার সাড়া সাজানো এ গানের সাথে তাল মিলিয়ে সড়ক দূর্ঘটনায় আহত ছেলের পা ফিরে পাওয়ার জন্য সাহায্যের আঁকুতি জানিয়েছেন বরগুনার বেতাগীর এক হতভাগা মা।
শনিবার (৩ মার্চ) ভোর ৪ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় ভাড়ায় চালিত মটরসাইকের চালক বরগুনার বেতাগীর মো: রাছিপ এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। এতে তার একটি পা ভেংগে তিন ভাগ হয়ে যায়। গুরুতর আহত রাছিবকে (২৪) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আর্থপেডিকস বিভাগে ভর্তি করা হয়। তার চিকিৎসার প্রচুর অর্থের প্রয়োজন। যা তার মা বেবী বেগমের পক্ষে কোন ভাবেই বহন করা সম্ভব নয়। বেতাগী গার্লস স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক আয়া বেবী বেগম জানান, ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু তার সামান্য বেতন দিয়ে সংসার চালানোই কষ্টকর। তাই সমাজের বিত্তবানদের প্রতি তার ছেলের পায়ের চিকিৎসার জন্য সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
ফোকাস নিউজ’র পক্ষ থেকে বাছিপের চিকিৎসা সহায়তা তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭১৬২৬৫৩২৯