সোমবার, ১০ মার্চ ২০২৫

তিতুমীরের নীলফামারী জেলা ছাত্রকল্যাণের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোববার, মার্চ ৯, ২০২৫
তিতুমীরের নীলফামারী জেলা ছাত্রকল্যাণের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধিঃ

উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী এই স্লোগানকে সামনে রেখে তিতুমীরস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যান পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ই মার্চ) গনিত বিভাগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস এম মামুন অর রশিদ মামুন ও মূখ্য আলোচক রায়হানুল হক প্রধান(ছাত্রবিষয়ক সম্পাদক,নীলফামারী জেলা বিএনপি) এবং বিশেষ অতিথি ব্যারিস্টার মো: ওবায়দুর রহমান ( সহকারী অ্যাটর্নি জেনারেল)। এছাড়াও উপস্থিত ছিলেন সোয়াইব খান (সভাপতি-নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ) এবং সাধারণ সম্পাদক  আল মুরাদ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

পবিত্র কুরআনের সূরা পাঠের মাধ্যমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি শুরু করা হয় এবং পর্যায়ক্রমে হাম,নাতে রাসুলসহ বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথি,মুখ্য আহ্বায়কসহ ছাএকল্যাণ পরিষদের সদস্যরা একের পর এক বক্তব্য পেশ করেন।

সমিতির সভাপতি সোয়াইব খান বলেন, শুধু নীলফামারীয়ান নয়,পিছিয়ে পড়া সকল শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।এসব শিক্ষার্থীদের সার্বিক উন্নতির কথা চিন্তা করে  সকলকে একযোগে কাজ করে যেতে হবে। এছাড়াও উপস্থিত তিতুমীরস্থ নীলফামারীয়ানদের  বিভিন্ন দিকনির্দেশনা এবং  তিতুমীরের বুকে অন্যতম একটি ছাত্র কল্যাণ পরিষদ গঠন করার লক্ষে সমিতিটির  সকলকে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক আল মুরাদ বলেন, তিতুমীরের বুকে নীলফামারীর শিক্ষার্থীর একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করা ও নীলফামারী থেকে আগত সকল শিক্ষার্থীর যেকোনো বিপদে আপদে পাশে থাকা "নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ" এর লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নীলফামারীর যে যেখানে আছেন বর্তমান কমিটি আপনার সহযোগিতা কামনা করছে। সকল সদস্য উদযাপন কমিটি সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় সকল আয়োজন সফল হওয়ায় সবাইকে আন্তরিক অভিনন্দন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম মামুন অর রশিদ বলেন,ঢাকার বুকে নীলফামারীয়ানদের অনেক সুনাম আছে। এসব আমাদের গৌরবের বিষয়। এই সুনাম যেন ধরে রাখতে পারি সেজন্য আমি সবসময় নীলফামারীয়ানদের পাশে আছি। এছাড়াও তিনি নীলফামারীকে বাংলাদেশের অন্যতম একটি মডেল জেলা গড়ার কথা জানান।

মুখ্য আলোচক রায়হানুল হক প্রধান বলেন,আমাদের উত্তরবঙ্গের মানুষ সব সময় অবহেলিত। এই অবহেলিত জাতির মুল হাতিয়ার আমরাই। আমাদের মাধ্যমেই এই অবহেলিত জাতির অধিকার গুলো আদায় করা সম্ভব। এজন্য আমাদের উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সব সময় সোচ্চার থাকা দরকার।এছাড়াও তিনি উত্তরবঙ্গের সকল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য দের এ বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

তিতুমীর কলেজের ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেন বলেন,তিতুমীর কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে। সর্বশেষ দোয়া ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল