শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অভিনয়ের ‘দেবী’ জয়া

বৃহস্পতিবার, জুলাই ১, ২০২১
অভিনয়ের ‘দেবী’ জয়া

বিনোদন ডেস্ক : অভিনয়ের কারুকাজে এপাড়-ওপাড় দুপাড়ের দর্শকদের মাতিয়ে রেখেছেন। নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি হলেন সেই নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বর্ণিল অভিনয়জীবনে ঝলমলে আলোক দ্যুতিতে সমৃদ্ধ করেছেন দেশের সিনেমা অঙ্গন। উজ্জ্বল করেছেন ভাবমূর্তি।

ছোটপর্দা দিয়ে শুরু হয়েছিল জয়ার ক্যারিয়ার। বহু নাটক, টেলিফিল্মে অভিনয় করে নিজের প্রতিভার জানান দিয়েছেন, আবার বিজ্ঞাপনের মডেল হয়ে কেড়েছেন দর্শকের নজর।

জয়া আহসান অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে—‘এনেছি সূর্যের হাসি’, ‘শঙ্খবাস’, ‘আমাদের ছোট নদী’, ‘কফি হাউস’, ‘দরজার ওপাশে’, ‘লাবণ্য প্রভা’, ‘মানুষ বদল’ ও ‘সম্পর্কের গল্প’ ইত্যাদি। এ ছাড়া তিনি ‘হাটকুঁড়া’, ‘জাল’, ‘জননীর কান্না’, ‘কুহক’, ‘পাঞ্জাবিওয়ালা’, ‘হ্যালোউইন’, ‘নো ম্যানস ল্যান্ড’, ‘অফ বিট’, ‘আমাদের গল্প’ এবং ‘তার পরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’ ইত্যাদি একক নাটকে অভিনয় করেছেন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে জয়ার চলচ্চিত্র জীবনের সূচনা হয়। এই ফাঁকে বলে রাখা প্রয়োজন, জয়া বরাবরই সময় নিয়ে সিনেমা করেছেন। যার ফলে তার একটি সিনেমা থেকে অন্যটির মধ্যকার সময় বেশ লম্বা। ‘ব্যাচেলর’-এর পর ৬ বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমায় কাজ করেন তিনি। সেটি ছিল নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’। অবশ্য প্রথম দুটি সিনেমার কোনোটিই সেভাবে সাফল্য পায়নি। জয়া মূলত জনপ্রিয়তার সারিতে আসেন ২০১১ সালে। সে বছর মুক্তি পাওয়া ‘গেরিলা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় জয় করে নেয় দর্শক-সমালোচকদের মন। দেশের ইন্ডাস্ট্রিতে জয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে আরো রয়েছে—‘চোরাবালি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘জিরো ডিগ্রি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’, ‘পুত্র’, ‘খাঁচা’ ও ‘দেবী’।

বর্তমানে কলকাতার সিনেমায় জয়া আহসানের জয়জয়কার। এই পথচলার শুরুটা হয়েছিল ২০১৩ সালে ‘আবর্ত’ সিনেমা দিয়ে। যেটি নির্মাণ করেছিলেন অরিন্দম শীল। পরে পশ্চিমবঙ্গের বেশ কিছু সফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন জয়া। এগুলো হলো—‘রাজকাহিনী’, ‘ক্রিসক্রস’, ‘ভালোবাসার শহর’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’ ও ‘রবিবার’। অভিনয়ের নৈপুণ্যে জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লা। এ পর্যন্ত তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার বাচসাস পুরস্কার, সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার, দুবার ভারতের ফিল্মফেয়ার (পূর্ব) এবং একবার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল